যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ৯৩ ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩২৪ জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছেন।