রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৪৭, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৭, ৫ নভেম্বর ২০২৫

প্রেমিকের সঙ্গে অভিমান করে ইউল্যাব শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে অভিমান করে ইউল্যাব শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমিকের সঙ্গে অভিমান করে তানহা বিনতে বাশার (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

তানহা কুমিল্লার রেসকোর্স এলাকার বাসিন্দা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী ছিলেন। তিনি নবীনগর হাউজিংয়ের একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ জীবন থেকেই তানহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাইমনের, দুজনই কুমিল্লার বাসিন্দা। স্নাতক পড়াশোনার জন্য তারা ঢাকায় আসেন তানহা প্রথমে ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে, পরে সাইমনের কাছাকাছি থাকতে ইউল্যাবে ভর্তি হন।

তানহার এক বান্ধবী জানান, বিশ্ববিদ্যালয় বদলানোর পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, কিন্তু পরে সাইমনের অবহেলা ও দূরত্ব বাড়তে থাকে। বিয়ে প্রসঙ্গ তোলায় সাইমন যোগাযোগ বন্ধ করে দেয়।

আরেক বন্ধু বলেন, ‘তানহা কয়েকবার আত্মহত্যার কথা বলেছিল। কিন্তু সাইমন এসব কথা হেসে উড়িয়ে দিত।’

সাইমনের রুমমেট রুমি জানান, তানহা মৃত্যুর আগে দুই দিন ধরে সাইমনের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, কিন্তু সাইমন তাকে এড়িয়ে চলছিল।

তানহার বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে মানসিকভাবে অত্যাচার করেছে সাইমন। সে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার চাই।’

মোহাম্মদপুর থানার ওসি জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য তানহার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়: