রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত
রাজধানীর সূত্রাপুরে দিনের আলোয় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন (৫০) নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।’
এর আগে, বেলা ১১টার দিকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, 'বেলা আনুমানিক ১১টার দিকে গুলির শব্দ শুনে বাইরে যাই। দেখি এক ব্যক্তি রক্তে ভেসে পড়ে আছেন। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি, পরে তাকে ঢামেকে পাঠানো হয়।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সূত্রাপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, 'সকাল ১০টা ৫৩ মিনিটে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।'
সদ্য সংবাদ/এমটি



























