যুবদলের নয়নের চাঁদাবাজির টাকাতেই গণভোট আয়োজন সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির একজন প্রার্থীর চাঁদাবাজির টাকাতেই বাংলাদেশে একটি গণভোট আয়োজন করা সম্ভব। শনিবার বিকেলে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি বলছে, গণভোট করতে অনেক টাকা লাগবে। ৫ আগস্টের পর বিএনপির একটি আসনের প্রার্থী যেই পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকাতেই একটা গণভোট আয়োজন করা সম্ভব।’