বোয়ালমারীতে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান শনিবার দুপুরে বলেন, “এমন একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।