রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ফরিদপুর

ফরিদপুর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪০) নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষ করে মাগরিবের নামাজ আদায় শেষে সহকারী মজিবুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন অ্যাডভোকেট মোসাদ্দেক। পথিমধ্যে বদরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন সড়কে পড়ে যান। এ সময় আরেকটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোসাদ্দেক আহমেদ বশিরের মৃত্যু হয়

চাঁদাবাজি-হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

চাঁদাবাজি-হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ফরিদপুরে মাহিন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সকালেই শহরের ওয়্যারলেসপাড়া এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।