ভাঙ্গায় কুমার নদে স্পিডবোটে কিশোরদের অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বকর্মা পূজার দিনে কুমার নদে স্পিডবোটে চড়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে একদল কিশোর-তরুণ। বুধবার দুপুরে অন্তত আটজনকে রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র হাতে নদীতে ঘুরে বেড়াতে দেখা যায়। সন্ধ্যার পর তাদের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরদিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঘটনাটি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই রাতে পুলিশের অভিযানের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি ট্রলারে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তরুণরা দ্রুত সাঁতরে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদীর প্রায় চার কিলোমিটারজুড়ে মহড়া চালিয়েছে।
ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, প্রতিবছর পূজা উপলক্ষে কিছু তরুণ মহড়া দিলেও অস্ত্র প্রদর্শনের ঘটনা এবারই প্রথম দেখা গেল। ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই অভিমত প্রকাশ করেন।
ওসি আশরাফ হোসেন জানান, স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের ঘটনাটি পুলিশের কাছে নিশ্চিত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হলেও এখনও কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।