শামা ওবায়েদের জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলামের জন্য ভোট চেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বরুণ কুমার সরকার ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তার সামনে বক্তব্য দিয়ে ভোট চান বরুণ কুমার সরকার। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
বরুণ কুমার সরকার বলেন, ‘আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানকে দিয়েছি। এরপর আমি আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। কিন্তু ভোট দিয়েছি নৌকার বিপক্ষে। কি কারণে দিয়েছি, তা আপনারা বুঝে নেন। আজকে সেই মরহুম কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ এসেছেন। অনেক বড় মাপের নেত্রী তিনি। আগামী নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
শামা ওবায়েদ সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সালথা উপজেলার অন্তত ২০ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা হিন্দু-মুসলিম সমান চোখে দেখি। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহাড়া দেবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।’