বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

থমথমে ভাঙ্গা, আজও অবরোধ কর্মসূচি

থমথমে ভাঙ্গা,  আজও অবরোধ কর্মসূচি
ছবি: সংগৃহিত

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের অবরোধে ভাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অব্যাহত রয়েছে অবরোধ কর্মসূচি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ কর্মসূচি থাকলেও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম, রাস্তাঘাটে মানুষের আনাগোনাও সীমিত। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভকারীরা থানা, ইএনও অফিস, নির্বাচন অফিস ও হাইওয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানা পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করবেন।

প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ