শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯, ১১ নভেম্বর ২০২৫

১৩ তারিখ ঢাকা যাওয়ার আহ্বান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি আটক

১৩ তারিখ ঢাকা যাওয়ার আহ্বান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি আটক
ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন’ পোস্ট করায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেনকে (৬৭) আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলী এলাকার মসজিদবাড়ি সড়কে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ফারুক হোসেন ৩ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে ‘দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি’ পরিচয়ে একটি পোস্ট দেন। 

পোস্টে ফারুক হোসেন লিখেন, 'ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সব থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ১০-১১-১২ তারিখ স্ব-স্ব এলাকায় অবস্থান করে মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন,"অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না", "শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে"। অবৈধ, অগণতান্ত্রিক সরকারের পতন হোক।'

এই পোস্টের পরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ফারুক হোসেনকে আটক করে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।'

উল্লেখ্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। গত ২৩ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই তারিখ ঠিক করেন।

সদ্য সংবাদ/এমটি