চাঁদাবাজি-হামলা ও ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ফরিদপুরে মাহিন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সকালেই শহরের ওয়্যারলেসপাড়া এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।