রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
রাজধানী ঢাকার রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি কোনো নাশকতার ঘোটনা নয়।
গাড়ির কাজ চলাকালীন ব্যাটারি সংযোগের ত্রুটিতেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘গাড়ির মেরামতকাজ চলছিল। এসময় কোনোভাবে ব্যাটারির সংযোগ এক হয়ে গেলে আগুন ধরে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কেউ আহত হয়নি।
সদ্য সংবাদ/এমটি



























