বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৪:৫০, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০০, ১৫ জুলাই ২০২৫

রিয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করে মিলানে যোগ দিলেন মডরিচ

রিয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করে মিলানে যোগ দিলেন মডরিচ
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলার পর ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন লুকা মডরিচ। ক্লাব বিশ্বকাপ শেষ হতেই সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ১২ বছরেরও বেশি সময় কাটিয়ে ২৮টি শিরোপা জিতেছেন মডরিচ। তার অর্জনের ঝুলিতে রয়েছে ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ।

চলতি বছরের মে মাসে রিয়াল ছাড়ার ঘোষণা দেন মডরিচ। এরপর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ক্লাবটির বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে তার গৌরবময় অধ্যায়।

নতুন ক্লাবে পা রেখে মডরিচ বলেন, ‘এসি মিলানে এসে দারুণ লাগছে। সামনে চ্যালেঞ্জ অনেক, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আমি।’