আলো স্বল্পতায় হতাশা নিয়ে ঘরে ফিরলেন হাজারো দর্শক
বগুড়ায় বৃষ্টি আইনে আফগান যুবাদের ৫ রানে হারালো বাংলাদেশ
দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরির পর অবশেষে শহীদ চান্দু স্টেডিয়ামে আলোর কাছে পরাজিত হলো সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। আফগান যুবাদের ছুড়ে দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ২৩১ রান করার পর আলো স্বল্পতায় বৃষ্টি আইনে ৫ রানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
বাংলাদেশ দলের পক্ষে সেঞ্চুরিয়ান কালাম সিদ্দিকী অ্যালেন নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
আফগানিস্তানের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানে দুই ব্যাটার আউট হয়ে গেলে থমকে যায় যুব টাইগারদের ইনিংস। ৬০ রানে তৃতীয় উইকেটের পতনের পর গ্যালারিভর্তি দর্শকরা হতাশ হয়ে পড়েন।
তবে মিডল অর্ডারে কালাম সিদ্দিকী অ্যালেন ও রিজান হোসেনের জুটিতে বদলে যায় ম্যাচের চিত্র। দুজনের ১৩৯ রানের পার্টনারশিপে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি মুখর হয়ে ওঠে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে।
এরই মধ্যে সেঞ্চুরি তুলে নেন অ্যালেন। কিন্তু এক রান পরেই ১০১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর আবারও চাপে পড়ে দল। তবে অপরপ্রান্তে রিজান একের পর এক চার মেরে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে রাখেন।
অবশেষে ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৩১। ঠিক তখনই আলো স্বল্পতায় খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
রিজান হোসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। আফগানিস্তানের পক্ষে ওয়াহিদুল্লাহ জাদরান নেন ২ উইকেট।
এর আগে মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করার পর প্রথম আঘাত হানে বাংলাদেশ। ৫৬ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় আফগান দল।
মিডল অর্ডারের ব্যাটার উজাইরুল্লাহর হার না মানা ১৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা।
উজাইরুল্লাহ ১৩৭ বলে ১টি ছক্কা ও ১৬টি বাউন্ডারিতে এই রান করেন।
দলের হয়ে খালিদ আহমাদজাই করেন ৩৪ এবং ফয়সাল সিনোজাদা করেন ৩৩ রান। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৫৭ রানে ৫ উইকেট শিকার করেন। রিজান হোসেন নেন ২টি, সবুজ ও আজিজুল হাকিম নেন ১টি করে উইকেট।
ম্যাচ শেষে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ম্যাচ রেফারি সেলিম সাহেদ।
এই জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ওয়ানডে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে শহীদ চান্দু স্টেডিয়ামে। দর্শকরা বিনা টিকিটেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।



























