বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১২:৫৮, ১০ জুলাই ২০২৫

কর ফাঁকির দায়ে ব্রাজিলের কোচ আনচেলত্তির কারাদণ্ড

কর ফাঁকির দায়ে ব্রাজিলের কোচ আনচেলত্তির কারাদণ্ড

কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

রায়ের বিবরণ অনুযায়ী, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের স্বত্ব) থেকে পাওয়া আয়ের ওপর কোনো কর দেননি আনচেলত্তি।

তবে বাস্তবে আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না। স্পেনের প্রচলিত আইন অনুযায়ী, প্রথমবারের অপরাধ এবং এক বছরের নিচে শাস্তি হলে সাধারণত কারাগারে যেতে হয় না।

আনচেলত্তির আইনজীবীদের দাবি, কর ফাঁকির বিষয়টি ইচ্ছাকৃত ছিল না, বরং ক্লাবের পক্ষ থেকে কর-সংক্রান্ত দায়িত্ব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়নি। ফলে অনিচ্ছাকৃতভাবে তিনি এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন।

অন্যদিকে মামলার বাদীপক্ষ আনচেলত্তির জন্য চার বছর ৯ মাসের কারাদণ্ড দাবি করেছিল। তবে আদালত তাঁর দোষ প্রমাণিত হলেও শাস্তি কমিয়ে এক বছরে নামিয়ে আনে।

প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তিকে আদালতে হাজিরা দিতে হয় এই মামলায়। বর্তমানে তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছেন এবং শিগগিরই ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির জন্য নতুন মিশনে নামবেন।