রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:১৬, ১০ অক্টোবর ২০২৫

প্রবাসী তিন ফুটবলারকে প্রথম একাদশে চান অধিনায়ক জামাল

প্রবাসী তিন ফুটবলারকে প্রথম একাদশে চান অধিনায়ক জামাল
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে শুরুর একাদশে না থাকলেও, ফিরতি ম্যাচে প্রবাসী সতীর্থদের সঙ্গে শুরু থেকেই খেলতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

গতকাল ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ৫৭ মিনিটে নামেন জামাল, শমিত ও ফাহামিদুল। কিছুক্ষণ পর যোগ দেন জায়ান আহমেদও। এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। বাংলাদেশ ফিরে পায় আক্রমণাত্মক ছন্দ। যদিও শেষপর্যন্ত ৪-৩ ব্যাবধানের পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে।

ম্যাচ নিয়ে জামাল বলেন, 'আমরা চারজন মাঠে নেমে খেলার গতি বদলে দিয়েছি। পরের ম্যাচে শুরু থেকেই খেলতে চাই।'

এদিকে, প্রথম তিন ম্যাচে জয় না পাওয়ায় এশিয়া কাপে খেলার স্বপ্ন প্রায় নিভেই গিয়েছে। এখন বাকি সব ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে।

সর্বশেষ