রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:০০, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০৩, ৭ অক্টোবর ২০২৫

বিসিবিতে দায়িত্ব পেলেন আসিফ আকবর

বিসিবিতে দায়িত্ব পেলেন আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। এবার নতুন বোর্ডে দায়িত্বও পেলেন এই গায়ক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির নতুন পরিচালনা পরিষদের প্রথম সভায় তাকে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়।

বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দেন। এর মাধ্যমে সংগীতজগতের তারকা আসিফ আকবর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট প্রশাসনের দায়িত্বে যুক্ত হলেন।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে আসিফ আকবরকে বিসিবির পরিচালক হিসেবে ঘোষণা দেন।

একই সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের দায়িত্ব নেন। অন্যদিকে, ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন দেশের অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন নির্বাচিত হন ভোটের মাধ্যমে, আর দুইজন মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়।

সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের কথা থাকলেও, সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমিনুল ইসলাম বুলবুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

সর্বশেষ