নিশাঙ্কাকে ফিরিয়ে ঝড় থামালেন তাসকিন, পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫৩/১
টস হেরে ব্যাট করতে নেমেই ঝোড়ো শুরু পায় শ্রীলঙ্কা। শরিফুল প্রথম ওভারে খরচ করেন ৮ রান। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কার কাছে টানা তিন চার হজম করেন। পঞ্চম ওভারে তাসকিনকে ছক্কা মেরে স্বাগত জানান নিশাঙ্কা। ওই ওভারের শেষ বলে নিশাঙ্কাকে ফিরিয়ে রানের গতি আটকান তাসকিন।
সাইফ হাসানের ক্যাচ হয়ে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেন লঙ্কান এই ওপেনার।
পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৩ রান। ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী কামিল মিশরা।
এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।



























