দ্বৈতে জয়ে টেনিসে ফিরলেন ভেনাস

দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে চমৎকার এক জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালেন ভেনাস উইলিয়ামস। ওয়াশিংটন ওপেনে দ্বৈতের শেষ ষোলোয় জয় তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা, যিনি এককে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
৪৫ বছর বয়সী ভেনাস টুর্নামেন্টটিতে খেলছেন ওয়াইল্ডকার্ড পেয়ে। স্বদেশি হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি গড়ে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন ইউজেনি বুশার্ড ও ক্লেরভি এনগুনিউয়ের জুটিকে।
র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষস্থানীয় এই খেলোয়াড় সবশেষ কোর্টে নেমেছিলেন ২০২۴ সালের মার্চে, মায়ামি ওপেনে। দীর্ঘ বিরতির পর এটাই তার প্রথম দ্বৈতের ম্যাচ, গত তিন বছরে প্রথমবার।
২৩ বছর বয়সী ব্যাপটিস্টের সঙ্গে কোর্টে থাকার অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করেছেন ভেনাস। জয়ের পর হাস্যরস করে বলেন, ছোট বোন ও ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের বদলে হয়তো আরও আগেই ব্যাপটিস্টকে জুটিতে নেওয়া উচিত ছিল।
সেরেনার সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ভেনাস উইলিয়ামস। একসময় টেনিস কোর্টে দীর্ঘ সময় ধরে আধিপত্য করেছেন এই দুই বোন।