শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

|১৪ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি’
আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: আব্দুল্লাহ তাহের
না ভোটের মধ্যদিয়ে নিজেদের কবর রচনা করবেন না; বিএনপিকে পাটওয়ারীর হুশিয়ারি
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী
মাদকবাহী তিনটি বিমান আটক করলো ভেনেজুয়েলা
মরক্কোয় ’জেন-জি’ বিক্ষোভে সহিংসতা, অভিযুক্ত ২৪০০
শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রামে ‘জয় বাংলা’ দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আহত ১০
গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
বগুড়ায় হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো আদেশ কার্যকর করতে হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সাংবিধানিক ক্ষমতা রাখে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, 'জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে স্পষ্ট বোঝা যায়, গত এক বছরের সংস্কার কমিশনের পুরো প্রক্রিয়াই ছিল অর্থহীন, সময়ের অপচয় এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, এটিই স্বাভাবিক। কিন্তু এখানে মতবিরোধ নয়, বরং একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।'

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবনাগুলো সম্পূর্ণ একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সব দল একমত হয়েছিল, সেগুলোর অনেকগুলোই গোপনে পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফখরুল আরও বলেন, 'দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এমন বিধান গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী।'

বিএনপির মহাসচিব বলেন, 'সরকার এখন যে প্রক্রিয়ায় সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে, তা দেশের জনগণের মতামত উপেক্ষা করে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। বিএনপি এ ধরনের একতরফা উদ্যোগকে গণতন্ত্রবিরোধী বলে মনে করে।'

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ