রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:১৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২২, ১২ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির জন্য আন্দোলন জনগণ গ্রহণ করবে না: মির্জা ফখরুল

পিআর পদ্ধতির জন্য আন্দোলন জনগণ গ্রহণ করবে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির নামে দেশে চলমান আন্দোলনকে জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল বলেন, 'পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। এই পদ্ধতি জনগণ চায় না। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।'

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, 'নির্বাচনের সময়ে যে কোনো তথ্যের সত্য-মিথ্যা যাচাই করা গুরুত্বপূর্ণ।'

সংস্কার কার্যক্রমের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, 'বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। এখনও কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফল।'

কিছু রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। 

তিনি স্পষ্ট করে বলেন, 'আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। জনগণ এখনই নির্বাচন চায়। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগ হারাতে না।'

সদ্য সংবাদ/এমটি