রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৩৫, ৭ অক্টোবর ২০২৫

এনসিপির অহমিকায় মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নুর

এনসিপির অহমিকায় মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নুর
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঔদ্ধত্য ও অহমিক আচরণ দেখে মনে হচ্ছে, তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, 'মনে হচ্ছে আমরা যেন একটা জোট করার জন্য, মন্ত্রী-টন্ত্রী হওয়ার জন্য তাদের পেছনে লাইন ধরব। তাদের কথাবার্তা ও আচরণে যে আত্মতৃপ্তি, তাতে মনে হয় এনসিপি এখনই ক্ষমতায় চলে যাচ্ছে।'

নিজের বক্তব্যে তিনি উদাহরণ টেনে বলেন, 'গ্রামে একটা কথা আছে— অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে পড়লে কী করবে বুঝে পায় না। আবার অল্প পয়সার মালিক হঠাৎ টাকাওয়ালা হয়ে গেলে সে ধনী হয়েছে সেটা দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায় ঘোরে। এখন আমাদের এনসিপির কিছু ভাইয়ের মধ্যে সেই রকম মানসিকতা লক্ষ্য করছি।'

নুর বলেন, 'আমাদের এনসিপির ছোট ভাইয়েরা, বা যাদের আমরা সহকর্মী বলি, তাদের ইন্টারভিউ ও বক্তব্যে দেখেছি—তাদের একাংশ স্পষ্টভাবে চায় না যে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হোক। তারা নিজেদের নেতৃত্ব টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী।'

তিনি আরও বলেন, 'এনসিপির মূল নেতৃত্ব যদি আক্তার ও নাহিদ হন, তবে ২০১৯ সালে ছাত্র অধিকার পরিষদের নির্বাচনে তারা আমাদের নেতৃত্বকেই মেনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই আজ তাদের এই অবস্থান কিছুটা বিস্ময়কর।'

অসুস্থতা সত্ত্বেও এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন বলে জানান নুরুল হক নুর। 

তিনি বলেন, 'সেখানে শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা আন্তরিকভাবে উপলব্ধি করেছেন—গণ-অভ্যুত্থানের পর তরুণরা যদি রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে না পারে, তাহলে পুরনো রাজনৈতিক সংস্কৃতিই আবার আধিপত্য বিস্তার করবে। তখন এই তরুণরা হারিয়ে যাবে, কারণ তাদের কাছে টাকা নেই, পেশিশক্তি নেই—তারা কোণঠাসা হয়ে পড়বে।'

নুর আরও বলেন, 'যদি এই বাস্তবতা উপলব্ধি করে এনসিপি ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। দেশের জন্যও এটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক মনোভাব রাখছি।'

সর্বশেষ