চাপেই ডিসি-এসপির ভালো ব্যবহার: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডিসি-এসপিরা বর্তমানে ‘চিপায় পড়ে’ সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন।
রোববার (৬ জুলাই) রাজশাহীতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ডিসি-এসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন, তা আমরা বুঝি। কারণ আপনারা এখন চাপে পড়ে এমন আচরণ করছেন। যদি শেখ হাসিনার সরকার টিকে থাকতো, তাহলে আপনারা গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতেন।’
তরুণ সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই তরুণ সমাজ আর দালালি চায় না, কারো তাঁবেদারি মেনে নিতে চায় না। তারা স্বৈরাচারও হতে চায় না। যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা মূলত তরুণদের ও পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দাঁড়িপাকা মুরব্বিরা, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন, তারা ব্যর্থ হয়েছেন। আমাদের হারানোর কিছু নেই। আমাদের ব্যাংকে লুটপাটের টাকা নেই, যা হারানোর ভয় থাকবে। আমাদের যা আছে, তা হলো মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার জন্যই আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবনও দেব।’