বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না: আমীর খসরু

গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না: আমীর খসরু
ছবি: সংগৃহীত

গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইমিং কার্নিভালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।'

তিনি বলেছেন, 'রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না।'

বিএনপির এই নেতা বলেন, 'দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, সেটি উপলব্ধি ও গ্রহণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। আমরা দেশে রাজনীতিকে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণের সুযোগ পায়।'

তিনি বলেন, 'একটি নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা করেছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রিক করা হবে, অর্থনীতিকেও গণতান্ত্রিক করা হবে। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও অর্থনৈতিক সুফল ভোগ করতে পারবে। একইভাবে খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পায়।'

তিনি আরও বলেন, 'তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ সবারই জানা। ইতোমধ্যে সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে, যা কেবলমাত্র সূচনা মাত্র। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারের মতো সব ধরনের খেলাধুলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সম্ভাবনা অনুযায়ী অংশ নিতে পারে।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলা নিয়ে একটি বড় স্বপ্ন বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

সর্বশেষ