নির্বাচন পিআর পদ্ধতি-জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তিন দিনের কর্মসূচির প্রথম দিনেই মানুষের ঢল নেমেছে। আজ বিক্ষোভ মিছিলের মাধ্যমে জনগণের স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে একটি রাজনৈতিক দল প্রভাব খাটাতে চাইছে, আর সেই কারণে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। তা না হলে সেটি জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আগে এসব কথা বলেন তিনি।
পরওয়ার অভিযোগ করে বলেন, সরকার কোনো না কোনো চাপের মধ্যে আছে এবং নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। সেই কারণেই তারা আন্দোলনে নেমেছেন, যা রাজনৈতিক সংগ্রামের অংশ। একইসঙ্গে তিনি আলোচনায় বসার ইচ্ছার কথাও জানান, তবে শর্ত রাখেন নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। তার দাবি, জনগণ যদি এটি মানে, তবে সরকারকেও মানতে হবে। সরকার ভীত কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের আগে এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, সংস্কার করতে হবে এবং গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটবে এবং শেখ হাসিনার মতো শাসকের জন্ম হবে, যা জনগণ মেনে নেবে না। একইসঙ্গে তিনি নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করার দাবি জানান।
জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।