বিশেষ দলের প্রার্থীদের জেতাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর কাজ করেছে: ছাত্রদল
নির্বাচনে একটি বিশেষ দলের প্রার্থীদের জেতাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর কাজ করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করেছেন।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, 'উপাচার্য ও প্রক্টরসহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। ইলেকেশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না। যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে।'
ভিপিপ্রার্থী সাদিক কায়েমকে নিয়ে ভিসি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, 'মুক্তিযুদ্ধবিরোধী শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনিরকে ভিসি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী নিয়োগ লজ্জাজনক।'
এ সময় জামায়াত-শিবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বহিরাগত সন্ত্রাসী জড়ো করছে বলে অভিযোগ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বলেব, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
তবে ভিসি অধ্যাপক নিয়াজ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসন কাজ করেছে বলেও জানান তিনি। পাশাপাশি জামায়াত-শিবিরের সশস্ত্র লোকজন ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়েছেন এমন কোনো তথ্য বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছিল না বলেও জানান ঢাবি ভিসি।
তবে সার্বিকভাবে ভোটকে সুষ্ঠু করতে কাজ চলছে বলে জানান তিনি। সূত্র সময় টিভি



























