বিশেষ দলের প্রার্থীদের জেতাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর কাজ করেছে: ছাত্রদল
নির্বাচনে একটি বিশেষ দলের প্রার্থীদের জেতাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর কাজ করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করেছেন। ছাত্রদল সভাপতি রাকিব বলেন, `উপাচার্য ও প্রক্টরসহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। ইলেকেশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না। যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে।`