বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৬:২৬, ১০ জুলাই ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. এম আর কবির 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. এম আর কবির 

৪৪ বছরের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম আর কবির ১০ জুলাই (বৃহস্পতিবার) তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর উপাচার্য পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই দিন ডিআইইউ বোর্ড অব ট্রাস্টি তার নিয়োগ গ্রহণ করে।

শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ জুন ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি ২০২১ সাল থেকে ডিআইইউ-তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ টানা চার মেয়াদে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রাথমিক অবসর গ্রহণ করেন তিনি। এছাড়াও তিনি বুয়েট সিন্ডিকেট, আইইবি’র বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন, ও আইডব্লিউএফএম বোর্ড অব গভর্নরস-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়, কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের টিইউ ডেলফ্টে ভিজিটিং স্কলার ও অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি।

ড. এম আর কবিরের শিক্ষা জীবন শুরু হয় ভারতের রুরকি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির মাধ্যমে। এরপর তিনি বুয়েট, আন্না বিশ্ববিদ্যালয় (ভারত) এবং বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লুভেন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

গবেষণায় তার অবদানও উল্লেখযোগ্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৪৯টি প্রযুক্তিগত গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এছাড়া তিনি টানা তিন মেয়াদে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP)-এর বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ছিলেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি 'কোয়ালিটি লিডারশিপ অ্যাওয়ার্ড' (২০১১) এবং 'অনুকরণীয় নেতৃত্ব পুরস্কার' (২০১২) লাভ করেন।

পারিবারিক জীবনে তিনি ফারহানা হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এবং এক ছেলে ও এক নাতনীর গর্বিত পিতা ও নানা।

সর্বশেষ