আইনশৃঙ্খলা বাহিনী দিল্লির দাসদের অফিস রক্ষায় গণঅভ্যুত্থানের নেতাদের পেটায়

‘গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ এখন দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়, আর গণঅভ্যুত্থানের নেতাদের পেটানো হয়’, বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢামেকে ভিপি নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি নুরুল হক নুরের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন। আশঙ্কা প্রকাশ করে বলেন, হামলার চারদিন অতিবাহিত হলেও কাউকে বহিষ্কার করা হয়নি। এসময় নুরের সুচিকিৎসার জন্য সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া সহ হামলায় জড়িতদের শাস্তি ও ফ্যাসিবাদের অংশীদারদের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান । নুরুল হক নুরের সাথে আহত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানের শারিরীক অবস্থারও খোজ খবর নেন । এসময় সাথে ছিলেন এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, মোহাম্মদ মহাসিন হক সহ আরো অনেকে ।