বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

বন্ধুর প্রতি কেয়ারিং অর্থ উপদেষ্টা: তাসনুভা

বন্ধুর প্রতি কেয়ারিং অর্থ উপদেষ্টা: তাসনুভা
ছবি: ফেসবুক

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স–২৪২৭ সিসি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে এই গাড়ি কেনায় খরচ হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।

সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অর্থ উপদেষ্টার উদ্দেশে লিখেছেন, মন্ত্রীরা যাতে শপথ নেওয়ার পরপরই নতুন গাড়িতে চড়তে পারেন, তার আগাম ব্যবস্থাই করা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি পাজেরো কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মানে অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং আর কৃতজ্ঞ, তা বন্ধু মন্ত্রীদের জন্য এই আয়োজনেই বোঝা যাচ্ছে।’

তার মতে, গণঅভ্যুত্থানের ভিত্তিতে যে জুলাই সনদ গঠিত হয়েছে, তার বাস্তবায়নের জন্য আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হলেও, শহীদ ও আহতদের বিচার, তাদের সুরক্ষা কিংবা অন্তত সঠিক তালিকাও প্রকাশ করতে পারেনি সরকার। অথচ গাড়ি কেনার উদ্যোগ দ্রুত নেওয়া হলো।

তাসনুভা জাবিনের ভাষায়, ‘এই সরকার নাকি ছাত্রদের সরকার। অথচ আশ্চর্যজনকভাবে সব ব্যর্থতার দায় চাপানো হচ্ছে ছাত্রদের ওপর, আর গণঅভ্যুত্থানের কৃতিত্বে ছাত্রদের ভাগ খুব সামান্যই।’

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, শুধু মন্ত্রীদের জন্য নয়, আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্যও ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি কেনা হবে। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪৫ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছরে মন্ত্রীদের জন্য কেনা হয়েছিল ক্যামরি গাড়ি এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ব্যবহার করতেন ল্যান্সার। বর্তমানে উপদেষ্টারা রাজধানীতে সেই গাড়িগুলো ব্যবহার করছেন। তবে ঢাকার বাইরে গেলে বিভিন্ন দপ্তরের জিপ ব্যবহার করতে হচ্ছে তাদের।

এ নিয়ে নতুন প্রশ্নও উঠেছে আসন্ন মন্ত্রিসভার সদস্য সংখ্যা যে ৬০ হবে, তা সরকার আগে থেকেই কীভাবে জানল? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকার বা মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন, সে সিদ্ধান্ত বর্তমান সরকারের নেওয়ার কথা নয়। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বও নয়।

সর্বশেষ