শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২৮ আগস্ট ২০২৫

নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি

নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি
ছবি: ইন্টারনেট

জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে "গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জাতির প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখনও নির্বাচন কী পদ্ধতিতে হবে, তা নির্ধারিত হয়নি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং তার বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত নয়। এই পরিপ্রেক্ষিতে রোডম্যাপটি অপরিপক্ব ও খণ্ডিত। এতে জনগণের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেনি।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রথমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত এবং বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা জরুরি ছিল। এরপরই রোডম্যাপ ঘোষণা দেওয়া উপযুক্ত হতো।”

জামায়াত নেতার মতে, জনগণের অংশগ্রহণ ও আস্থাহীন নির্বাচনের আশঙ্কা দূর করতে হলে সবার আগে প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী কাঠামো গড়ে তোলা। নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে হলে, তা অবশ্যই জুলাই সনদের আলোকে সম্পন্ন করতে হবে বলে মত দেন তিনি।

সম্পর্কিত বিষয়: