শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ২৮ আগস্ট ২০২৫

বিএনপিকে আক্রমণ করছে জামায়াত: হাফিজ উদ্দিন

বিএনপিকে আক্রমণ করছে জামায়াত: হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখার পরও এখন তারাই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে, এমনকি মন্ত্রীর পদও পেয়েছে। অথচ আজ তারা বিএনপিকেই আক্রমণ করছে।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, একটি দল স্বাধীনতার বিরোধিতা করেছে, আরেকটি ১৯৪৭ সালের বিরোধিতা করেছে। অথচ তারা আজ নিজেদের জনগণের মালিক সাজাতে চাইছে। তিনি অভিযোগ করেন, ‘তারা জানে নির্বাচনে জেতার কোনো সুযোগ নেই। তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই চেষ্টা করছে।’

বর্তমান সরকারের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, সরকার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটি ‘জুলাই সনদ’ পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত সনদ নাকি সংবিধানের ওপর স্থান পাবে। হাফিজ উদ্দিনের মতে, সংবিধান পরিবর্তনের অধিকার কেবল নির্বাচিত প্রতিনিধিদের, কোনো অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর নয়।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়েও তিনি বিরূপ প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, ‘বাংলাদেশের মানুষ এ ধারণা চেনেই না। পাকিস্তান, ভারত, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র কোথাও এই ব্যবস্থা নেই। কয়েকটি দেশে থাকতে পারে, যেখানে রাজনৈতিক সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভিন্ন রকম।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন ফারুক, মজিবুর রহমান সরোয়ার এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বক্তব্য রাখেন।

সম্পর্কিত বিষয়: