শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২৯ আগস্ট ২০২৫

শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদারকে আটক করেছে র‌্যাব

শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদারকে আটক করেছে র‌্যাব

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাতটি মাদক মামলার পলাতক আসামি বিপ্লব মজুমদার শাওন (২৮) কে রাজধানীর ধানমন্ডির কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতির মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব।

বিবৃতিতে জানানো হয়েছে,  রাজধানীর গুলশান এলাকায় অবৈধ মাদকের বেচাকেনায় আধিপত্য ধরে রেখে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বিপ্লব মজুমদার শাওন  (২৮)। এই মাদক গডফাদারকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৩ দীর্ঘদিন যাবত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধান ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নিশ্চিত করে। পরে বৃহস্পতিবার রাতে রাজধানীরকলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি পূর্ব থেকেই রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় এর একটি ভাড়া ফ্লাটে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ফ্লাটের সামনে পৌঁছালে ধৃত আসামি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত জনসম্মুখে  আটক করা হয়। শাওনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ