যশোরের বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, তিনি বিএনপির কর্মী ছিলেন।
শুক্রবার ভোরে ছোটআঁচড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া। নিহতের নাম মিজানুর রহমান সর্দার (৩৪)। তিনি ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতের ভাই খায়রুল সর্দার বলেন, ‘আমার ভাই বেনাপোল চেকপোস্ট এলাকায় একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো। প্রতিদিনের মতো ভোরে তার কাজে যাওয়ার কথা ছিল। ভোর পৌনে ৩টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোন করে ডাকে। সঙ্গে সে কাজের ছুরি নিয়ে বের হয়। কিছুক্ষণ পর বাড়ির গেটের সামনে তাকে গলা কেটে হত্যা করা অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, ‘আমার ভাই বিএনপির কর্মী ছিল। কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না।’ ওসি রাসেল মিয়া বলেন, ‘কেন তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। আসামিদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’