রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৫, ২৯ আগস্ট ২০২৫

যশোরের বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

যশোরের বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, তিনি বিএনপির কর্মী ছিলেন।

শুক্রবার ভোরে ছোটআঁচড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া। নিহতের নাম মিজানুর রহমান সর্দার (৩৪)। তিনি ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের ভাই খায়রুল সর্দার বলেন, ‘আমার ভাই বেনাপোল চেকপোস্ট এলাকায় একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো। প্রতিদিনের মতো ভোরে তার কাজে যাওয়ার কথা ছিল। ভোর পৌনে ৩টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোন করে ডাকে। সঙ্গে সে কাজের ছুরি নিয়ে বের হয়। কিছুক্ষণ পর বাড়ির গেটের সামনে তাকে গলা কেটে হত্যা করা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, ‘আমার ভাই বিএনপির কর্মী ছিল। কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না।’ ওসি রাসেল মিয়া বলেন, ‘কেন তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। আসামিদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ