শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২৮ আগস্ট ২০২৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষানিরীক্ষা শেষে রাতেই তার গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, “ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাতেই বাসায় ফেরার কথা রয়েছে।”

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাত দিয়ে শামসুদ্দিন দিদার জানান, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজা গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।