গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছালো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহেরের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করা হয়েছে। এর আগে মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ২৮ আগস্ট রায়ের দিন ধার্য করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এস মফিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর তৎকালীন বিচারক মোজাম্মেল হোসেন মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। অভিযোগপত্রভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রায়ের বাজারে গয়েশ্বরের একটি ছয়তলা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লাখ ৮০ হাজার টাকা এবং কেরানীগঞ্জে পৈত্রিক জমিতে বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লাখ ৪ হাজার টাকা। গণপূর্ত বিভাগ উক্ত বাড়ি দুটির অতিরিক্ত নির্মাণ ব্যয় হিসাব করলে পাওয়া যায় ২৫ লাখ ৩৬ হাজার ৫০৫ টাকা , যা গয়েশ্বরের গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এছাড়া তার বাসায় ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যা তার ঘোষণা ও জ্ঞাত আয় বহির্ভূত।