গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছালো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহেরের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করা হয়েছে। এর আগে মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ২৮ আগস্ট রায়ের দিন ধার্য করা হয়েছিল।