শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫১, ২৯ আগস্ট ২০২৫

মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল ভুল ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকেই আসে। স্বাধীনতার পর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় ব্যবস্থার সূচনা করেন।

তিনি আরও বলেন, `গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা টানা ১৫ বছর লড়াই করেছি। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না।'

বিএনপি মহাসচিবের মতে, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
 

সর্বশেষ