জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর : ড. মাহদী আমিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার ব্যাপারে বিএনপি বদ্ধপরিকর।
তিনি বলেন, গত ১৬ বছর বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়েছিল, বিএনপি সেই রাজনৈতিক সংস্কৃতি আর ফিরিয়ে আনতে দেবে না।
আজ শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি : বাংলাদেশ’স চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির বহুদলীয় রাজনীতির ধারণা তৃণমূল পর্যায়েও চর্চা করে যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য জরুরি। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব একটি যুগোপযোগী সংস্কার প্রস্তাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় আলোচনায় অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমূখ এ সেশনে অংশ নেন।