শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০০, ২৯ আগস্ট ২০২৫

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন 

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন 
ছবি: সংগৃহীত

ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন দুমকি-বাউফল মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে এটি বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলার সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, ‘আমাদের এখন দাবিগুলো হলো— ডিসি মাসুদসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলার আদেশ দিয়েছে তাদের দ্রুত বহিষ্কার করতে হবে। পুলিশ বাহিনীকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের তিনজন উপদেষ্টা -ফয়জুল কবির খান, রেদোয়ান হাসান এবং আসিফ নজরুল—সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বুয়েটের ট্রিপল-ই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রোকন ভাইকে হত্যার হুমকি দাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৫০ জনের বেশি ভাই আহত হয়েছেন। তাঁদের সব ধরনের দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। চিকিৎসার সম্পূর্ণ খরচও সরকারকে বহন করতে হবে। আমাদের এসব দাবি যদি অনতিবিলম্বে মেনে না নেওয়া হয়, তাহলে আমরা ‘লং মার্চ টু ঢাকা’ করতে বাধ্য হব।’

এ সময় অন্য শিক্ষার্থীরাও বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ