বগুড়ায় ২০০ কৃষকের মাঝে ডাল জাতীয় বীজ-সার বিতরণ

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মাঝে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) শহরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি পণ্য বিতরণ করেন সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি।
কৃষি উৎপাদন বিষয়ে বক্তব্য রাখেন কৃষি অর্থনীতিবিদ ড. আব্দুল মজিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল আলম।
অনুষ্ঠানে সারিয়াকান্দি ও সোনাতলার চরাঞ্চলে দুই শতাধিক কৃষকের মাঝে ৭শ বিঘা জমিতে উৎপাদনের জন্য উন্নতমানের মাসকালাই এবং ড্যাপ, এমওপি এবং জিপসা সার বিতরণ করা হয়।