নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি পদে লড়ছেন মাহ্ফুজুল হক

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সিনিয়র নেতা অ্যাডভোকেট মাহ্ফুজুল হক।
দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত মাহ্ফুজুল হক নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই সুপরিচিত। তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। এরপর জেলা বিএনপির প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সভাপতি এবং সর্বশেষ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি প্লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতা হিসেবে প্রায় দুই দশক ধরে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও কারাবরণের মধ্যেও তিনি কর্মীদের পাশে থেকে রাজপথে সক্রিয় থেকেছেন।
সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন মাহ্ফুজুল হক। তিনি একজন মসজিদের মোতাওয়াল্লি, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সহযোগী, এবং দক্ষিণ বিশিউরা উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে অ্যাডভোকেট মাহ্ফুজুল হক বলেন, ‘নেত্রকোনার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে চলছি। দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটাররা আমাকে ‘চেয়ার’ প্রতীকে ভোট দেবেন বলে আশাবাদী। বিজয়ী হয়ে আমি জনগণের পাশে থাকতে চাই সবসময়।’
নেত্রকোনার রাজনৈতিক পরিমণ্ডলে তাকে অনেকেই একজন ‘সংগ্রামী সৈনিক’ ও ‘কর্মীবান্ধব নেতা’ হিসেবে মূল্যায়ন করে থাকেন।