শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ২৮ আগস্ট ২০২৫

নবীনগরে এহসান গনির প্রতারণা ফাঁস

নবীনগরে এহসান গনির প্রতারণা ফাঁস
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল সনদ দেখিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিতে অনুপ্রবেশের ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করেছেন এহসান গনি পল্লভ নামের এক ব্যক্তি, যার দাখিলকৃত শিক্ষাগত সনদ ছিল সম্পূর্ণ ভুয়া।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে তৈরি করা ওই সনদ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুরো বিষয়টি সামনে আসে বিএনপির নেতা মো. আরিফের সরাসরি লিখিত অভিযোগে। ২০২৫ সালের ১৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি সনদের সত্যতা যাচাইয়ের আবেদন করেন।

২২ জুন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো অফিসিয়াল জবাবে (স্মারক নং: জাতীঃবিঃ/পরীঃ/সনদ/৪৪৯/২০০৫/৮৯২০) স্পষ্টভাবে জানানো হয়—উক্ত রোল নম্বর (৪১৪০৩১) ও রেজিস্ট্রেশন নম্বর (৮১১০১৪) অনুযায়ী কোনো পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে নেই। দাখিল করা সনদকে ‘জাল/বানানো প্রতীয়মান হয়’ বলেও মন্তব্য করা হয়।

স্থানীয়ভাবে শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি এবং চট্টগ্রামের হাক্কানী দরবার শরীফের তত্ত্বাবধায়ক পরিচয়ে পরিচিত এহসান গনি, এসব পরিচয়ের আড়ালে দীর্ঘদিন সমাজে প্রভাব বিস্তার করে আসছিলেন। সেই প্রভাবকে পুঁজি করে একপর্যায়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতির পদ দখলে নেন।

আওয়ামিলীগ সরকার পরিবর্তনের পর তিনি আবারও সভাপতি পদের জন্য আবেদন করলে বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। তখনই বিএনপি নেতা মো. আরিফ বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচাইয়ের উদ্যোগ নেন।

আরিফ বলেন, ‘তার যোগ্যতা নিয়ে সন্দেহ হলে আমি যাচাই করি। তখনই বের হয়ে আসে তিনি একজন প্রতারক, জাল সনদের মাধ্যমে স্কুল কমিটিতে ঢুকেছেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার মিনহাজ বলেন,বোর্ড থেকে আমাকে জানানো হয় গনির সনদ ভুয়া। আমি বিষয়টি গনিকে জানালে, তিনি সভাপতির পদে আর থাকতে না চাওয়ার কথা জানান। একজন সমাজের পরিচিত মুখ হয়ে এমন প্রতারণা করাটা অত্যন্ত লজ্জাজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন,আমি বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করি এবং সরকারি নিয়ম অনুযায়ী নতুন সভাপতির অনুমোদন দেওয়া হয়।

অভিযুক্ত এহসান গনি পল্লভ এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।