বিএনপি বুঝতে পারলে মঙ্গল, না বুঝলে কপালে দুঃখ আছে: ফজলুর রহমান

জাতীয় প্রেসক্লাব থেকে লতিফ সিদ্দিকীকে আটক করা হলো অপমান করা হলো বা মিটিং ভেঙে দেওয়া হলো। এই দেশের পরিণামটা কী হবে এবং তাদের পেছনে একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (সাময়িকভাবে স্থগিত) ফজলুর রহমান। তিনি বলেন, ‘এই বিষয় বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল। আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে।’
ঢাকা প্রেস নামের একটি সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তার বয়স ৮৭ বছর। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে আটক করা আসলে অপমান করা। যারা মিটিং ভেঙেছে তারা অকালপক্ব, দেশ ও ইতিহাসের পরিণতি বোঝে না। তাদের পেছনে এক কালো শক্তি কাজ করছে যারা দেশ দখল করে নিচ্ছে।’
ফজলুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসলে ড. মুহাম্মদ ইউনূসের দল। তার মতে, ড. ইউনূস নিরপেক্ষ নন এবং তার সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ রয়েছে।
ঢাকা প্রেসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ড. ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। এনসিপি মূলত তার দল। জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে, আর বাস্তবে জামায়াতই দেশ চালাচ্ছে।’
ফজলুর রহমান বলেন, দেশের অর্থনীতি, ব্যাংক খাত ও শেয়ার বাজার জামায়াতের নিয়ন্ত্রণে। তাদের প্রভাব প্রশাসনের উচ্চপর্যন্ত বিস্তৃত। তিনি সতর্ক করে বলেন, ‘বিএনপি যত দ্রুত এটা বুঝতে পারবে, ততই মঙ্গল। না বুঝলে দেশের জন্য ভয়াবহ ক্ষতি অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘দেশ বকলমে আবার পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তির হাতে দেশ বন্দি। এখন মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার কথা বলা যাবে কিনা সন্দেহ আছে। মুক্ত চিন্তার জায়গা দমিয়ে দেওয়া হচ্ছে।’
বিএনপি থেকে তার পদ সাময়িক স্থগিতের বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি এখনো বিএনপিতে আছি। তিন মাস পর তারা চাইলে আবার আমাকে নিতে পারে, আমিও থাকতে পারি।’
বিএনপিকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীসহ আটককৃতদের ঘটনায় বিএনপির নিন্দা জানানো উচিত ছিল। রাজনৈতিক প্রতিরোধ ছাড়া ভবিষ্যতে একই পরিস্থিতি বিএনপির সামনেও আসতে পারে।’
ড. ইউনূসকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। তার ‘সন্তানদের দল’ আসলে তার নিয়োগকর্তা। তাই তাদের সুবিধা দেওয়াই স্বাভাবিক। এজন্য এনসিপি তার নিজের দল বলেই মনে করি।’