ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি স্থানীয় সূত্র। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় এ হামলা চালানো হয়। খবর মেহের নিউজ।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে নিহত প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান হাদাহ এলাকার একটি বাড়িতে বোমা বর্ষণ করে। এতে আল-রাহাভি, তার কয়েকজন সহযোগীসহ অন্তত চারজন নিহত হন। আরও অনেকে আহত হয়েছেন। গত বছরের ১০ আগস্ট আনসারুল্লাহ আন্দোলন তাকে তাদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্রটি জানিয়েছে, শিগগিরই আল-রাহাভির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। আনসারুল্লাহ আন্দোলনের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বলেন, হামলার লক্ষ্য ভিন্ন ছিল। ইয়েমেনি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এমন তথ্য সঠিক নয়।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, আনসারুল্লাহ নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে আনসারুল্লাহর কর্মকর্তা নসর আল-দীন আমের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কমান্ডাররা হামলার টার্গেট ছিলেন না।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিমান হামলার ঘটনায় পুরো অঞ্চলেই নতুন করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।