‘মঞ্চ ৭১’ অনুষ্ঠানে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানের বাইরে এবং ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এদের মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি উপস্থিত হননি।