মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবি আদায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের দিকে যাত্রা করা বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা মিছিল নিয়ে মৎস্য ভবন চত্বরে পৌঁছালে সেখানে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
অবরোধকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ছিল—‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। তারা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুতুলও দাহ করেন।
এর আগে বিকেলে তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন। মিছিলটি টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও প্রেসক্লাব হয়ে হাইকোর্ট মোড় অতিক্রম করে ডিএমপি সদর দপ্তরের দিকে অগ্রসর হয়।
প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' পদবি ব্যবহার বন্ধ, ডিপ্লোমাধারীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে নিয়োগে কেবল স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা।
এর আগে, ২৬ আগস্ট (মঙ্গলবার) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আবারও শাহবাগে অবস্থান নেন। দুপুরে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে রওনা দিলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা শাহবাগে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।