বুয়েট শিক্ষার্থীদের অবরোধ, ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে মৎস্য ভবনের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে তারা অবরোধ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে বুয়েটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি টিএসসি হয়ে শিক্ষা ভবন মোড়, হাইকোর্টের পাশ এবং কাকরাইল মোড় হয়ে বেইলি রোডের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছিল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মৎস্য ভবন এলাকায় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা সেখানেই গোলচত্বরে অবরোধ গড়ে তোলেন।
ডিএমপি কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার পরিকল্পনা ছিল শিক্ষার্থীদের। তবে পুলিশের বাধার কারণে তারা সেখানে পৌঁছাতে না পেরে মৎস্য ভবন এলাকায় অবস্থান নেন। পরে আন্দোলনকারীরা পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা আগুন দিয়ে দাহ করেন।
বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— আন্দোলনে পুলিশি হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে; রোকনুজ্জামানকে হেনস্তাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে; এবং প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটি পুনর্গঠন করতে হবে ও শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো আলোচনায় স্থান দিতে হবে।