শিক্ষার্থী সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশ প্রকৌশিল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দুুপুর ১টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।
এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের পূর্বে 'প্রকৌশলী' উপাধি ব্যবহার করা যাবে না।
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।