দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন
বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ক্লাস হয় না, তবে শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে শাটডাউনের কারণে আজ সব পরীক্ষা বন্ধ রয়েছে।