শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

বুয়েট

বুয়েট

তিন দফা দাবিতে বুয়েট বুয়েট শিক্ষার্থীদের ’লংমার্চ টু ঢাকা’ আজ

তিন দফা দাবিতে বুয়েট বুয়েট শিক্ষার্থীদের ’লংমার্চ টু ঢাকা’ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি ওয়ালী উল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। তার আগে বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে নতুন কর্মসূচি হিসেবে লংমার্চের ডাক দেওয়া হয়। এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।