মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৫৯, ২৭ আগস্ট ২০২৫

তিন দফা দাবিতে বুয়েট বুয়েট শিক্ষার্থীদের ’লংমার্চ টু ঢাকা’ আজ

তিন দফা দাবিতে বুয়েট বুয়েট শিক্ষার্থীদের ’লংমার্চ টু ঢাকা’ আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি ওয়ালী উল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। তার আগে বিকেল থেকে প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে নতুন কর্মসূচি হিসেবে লংমার্চের ডাক দেওয়া হয়। এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ওয়ালী উল্লাহ বলেন, ‘এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়। বহুদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার লক্ষ্যে আমরা এই কর্মসূচি করছি।’

শুধু বুয়েট নয়, বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই লংমার্চে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। তবে কর্মসূচি ঘিরে শাহবাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের পূর্বে 'প্রকৌশলী' উপাধি ব্যবহার করা যাবে না।
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।
 

সর্বশেষ